দুর্গাপূজার আগে ২৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি কানেকশন, বিরাট উপহার মোদি সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ এবার দুর্গাপূজার আগেই বিরাট উপহার পেতে চলেছে দেশের প্রায় ২৫ লক্ষ পরিবার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) অধীনে এই পরিবারগুলোকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে সারা দেশে এই প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৬ কোটিতে।পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানান, প্রতিটি নতুন কানেকশনের জন্য সরকার ২,০৫০ টাকা খরচ করবে। এর মধ্যে একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, গ্যাস স্টোভ, রেগুলেটর এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।পূজার আগে নারীদের জন্য এই উপহারকে সম্মান জানিয়ে মন্ত্রী পুরী বলেছেন যে