আচমকা বৃষ্টিতে কলকাতা ডুবল, গাড়ির ক্ষতি হলে কীভাবে বিমা ক্লেম করবেন – এবেলা
এবেলা ডেস্কঃ বর্ষার শুরুতেই টানা বৃষ্টিতে কার্যত ভাসছে কলকাতা। রাতভর ভারী বর্ষণে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা তো বটেই, এমনকি সল্টলেক চত্বরও জলের তলায়। মানিকতলা থেকে মুদিয়ালি পর্যন্ত কোমর জল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত। বহু জায়গায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক, অটোরিকশা জলের তলায় চলে গেছে। বিপর্যস্ত হয়েছে মেট্রো এবং ট্রেন পরিষেবাও।এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, বৃষ্টির জলে গাড়ির ক্ষতি হলে বিমা কি তা কভার করবে? আপনার গাড়ির ইঞ্জিনে জল ঢুকে গেলে তা বিকল হয়ে যেতে পারে। আবার