ক্যালকাটা হাইকোর্টের চাঞ্চল্যকর রায়: স্ত্রী চাকরিজীবী হলেও বেকার স্বামীকে দিতে হবে খোরপোষ, জানুন পুরো ঘটনা – এবেলা
এবেলা ডেস্কঃ কলকাতা: স্ত্রী চাকরি করেন, মাসে তাঁর আয় ১২,০০০ টাকা। অন্যদিকে, স্বামী বেকার। তবে শুধু বেকারত্বের অজুহাতে স্ত্রীকে খোরপোষ দেওয়া থেকে রেহাই মিলবে না। বিবাহবিচ্ছেদের পর খোরপোষের ৪,০০০ টাকা প্রতি মাসে স্ত্রীকে দিতেই হবে।সম্প্রতি এক মামলার রায়ে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে, ওই মামলায় বেকার স্বামীর আবেদন মঞ্জুর করে খোরপোষের বিরুদ্ধে রায় দিয়েছিল পারিবারিক আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন স্ত্রী। হাইকোর্ট পারিবারিক আদালতের রায় বাতিল করে দেয়। শুধু তা-ই নয়, হাইকোর্ট বেকার স্বামীকে চাকরি খুঁজে স্ত্রীকে খোরপোষ