গৃহ পরিষ্করণ নিয়ে চরম অশান্তি – এবেলা
এবেলা ডেস্কঃ সহকারী শিক্ষিকার ছুরির কোপে গুরুতর আহত স্বামী মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে ঘর পরিষ্কার না করার ‘অপরাধে’ স্বামীর ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত সহকারী শিক্ষিকা চন্দ্রপ্রভা সিং (৪৪) গ্রেফতার হয়েছেন। এন্ডহ্যাভেন প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকার বিরুদ্ধে বেআইনিভাবে আক্রমণের অভিযোগ উঠেছে। আহত স্বামী অরবিন্দ সিং হাসপাতালে চিকিৎসাধীন।