৩ প্যালেস্তিনীয়কে প্রকাশ্যেই নির্মমভাবে খুন! কেন এমন বর্বরতা দেখাল হামাস? – এবেলা
এবেলা ডেস্কঃ ইসরায়েলের (Israel) সঙ্গে আঁতাত ও তথ্য সরবরাহের অভিযোগে এবার নিজেদের তিন নাগরিককে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করল হামাস (Hamas)। গত রবিবার (২২ সেপ্টেম্বর) গাজার (Gaza) বুকে এই নৃশংস ঘটনা ঘটানো হয়, যা গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে।বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, ওই তিন প্যালেস্তিনীয়কে (Palestinian) গাজা শহরের প্রধান চত্বরে নিয়ে আসা হয়। তাদের চোখ কালো কাপড়ে বাঁধা ছিল। হাঁটু মুড়ে মাটিতে বসিয়ে আরবীতে কিছু কথা বলার পর জনসমক্ষেই তাদের গুলি করে হত্যা করা হয়।হামাসের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের পর একটি হাতে লেখা চিরকুট ফেলে রাখা