সকালে বাড়ি থেকে বেরিয়েই মাথায় হাত! রাতভর বৃষ্টিতে কী এমন ঘটল কলকাতা ও হাওড়ায় – এবেলা
এবেলা ডেস্কঃ কলকাতা এবং শহরতলিতে রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনেই ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। লাইনে জল জমার কারণে বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ ও চক্ররেলের পরিষেবা। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই লাইনের ওপর জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। শিয়ালদহ স্টেশনের কাছে মেন, বনগাঁ এবং হাসনাবাদ লাইনেও জল জমেছে। এর ফলে ডাউন লাইনের ট্রেনগুলি দমদম জংশনের পর আর এগোতে