হোটেলে ঠাঁই নেই, ‘পুজো ট্যুরিজমে’ মাতোয়ারা কল্যাণী, রাজস্থান-বিহার থেকেও আসছে দর্শনার্থী! – এবেলা
এবেলা ডেস্কঃ দুর্গাপুজো এখন আর শুধু চারদিনের উৎসব নয়, তার ব্যাপ্তি বেড়ে ছয়-সাত দিনে দাঁড়িয়েছে। আর এই বর্ধিত উৎসবের জেরে নতুন করে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। কলকাতার পাশাপাশি এই পুজোর রমরমা শুরু হয়েছে শহরতলির সাজানো শহর কল্যাণীতেও। শুধু এ রাজ্যের বিভিন্ন জেলা নয়, ভিন্ন রাজ্য থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন কল্যাণীর প্যান্ডেলগুলিতে। দর্শনার্থীদের ভিড়ে শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই।বিভিন্ন হোটেল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার এমনকি ঝাড়খণ্ড থেকেও দর্শনার্থীরা আসছেন। তাঁদের কেউ কেউ পুজোর আগেই ফোনে