ইউটিউব দেখেই বাইক চুরির মাস্টারপ্ল্যান! বারাসতের হাই প্রোফাইল যুগল কি প্রথমবারই ধরা পড়ল? – এবেলা
এবেলা ডেস্কঃ বারাসাত, ২৩ সেপ্টেম্বর, ২০২৫: ইউটিউবে বাইক চুরির টিউটোরিয়াল দেখে নিখুঁত পরিকল্পনা করেছিল। এমনকী ভিন রাজ্যে কীভাবে এই ধরনের অপরাধ ঘটে, সেই খবরও রেখেছিল। কিন্তু শেষমেশ বারাসাতের এক হাই প্রোফাইল যুগলের সব প্ল্যান ভেস্তে দিল পুলিশ। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে চার লাখ টাকার বাইক চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই যুগল। প্রশ্ন উঠছে, কী এমন আর্থিক সংকট ছিল, যার জন্য এমন সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়েও তাদের এই পথে নামতে হলো?গত শুক্রবার বারাসাতের নবপল্লি এলাকা থেকে এই ঘটনায় শিবনাথ দাস ও মোনালিসা অধিকারীকে গ্রেফতার