ভরা ট্রেনে বাবা-মা ঘুমিয়ে, হঠাৎ উধাও ২ বছরের মেয়ে; তারপর যা হলো… – এবেলা
এবেলা ডেস্কঃ সাহারানপুর জংশন স্টেশন থেকে এক চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। রাতের বেলা স্বামী ও ২ বছরের শিশুকন্যাকে নিয়ে হাওড়া-অমৃতসর মেল ট্রেনের স্লিপার কোচে উঠেছিলেন এক মহিলা। উঠে পড়ার কিছুক্ষণ পরেই স্ত্রী-স্বামী দুজনেই ঘুমিয়ে পড়েন, তাদের সঙ্গে ছোট্ট মেয়েটিও ঘুমিয়ে ছিল। গভীর রাতে আচমকাই গোটা ট্রেনে শোরগোল শুরু হয়।ট্রেনে টহল দিচ্ছিল জিআরপি। তারা দম্পতিকে জিজ্ঞাসা করে, “কী হয়েছে? আপনারা এখানে কী করছেন?” তখনই তারা জানান, “কেউ আমাদের দুই বছরের মেয়েকে ট্রেন থেকে তুলে নিয়ে চলে গেছে।” জিআরপি-কে তারা আরও জানায়, তারা স্লিপার কোচে