কেন ঘোষণা সত্ত্বেও মিলল না নয়া জিএসটির সুবিধা? কোথায় আটকে গেল কেন্দ্রের ‘উপহার’? – এবেলা
এবেলা ডেস্কঃ কেন্দ্রের ঘোষণা ও ব্যাপক প্রচার সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যে নতুন জিএসটি হারের সুবিধা অধরা থাকল সাধারণ মানুষের কাছে। গত ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে জিএসটির হার কমার কথা থাকলেও, সোমবার বাজার ঘুরে দেখা গেল, খুচরো ক্রেতারা এই সুবিধা থেকে প্রায় বঞ্চিতই থেকেছেন। তবে স্বস্তি মিলেছে পাইকারি কেনাকাটায়। কেন এই পরিস্থিতি তৈরি হলো?মূলত পুরনো স্টক শেষ না হওয়াতেই জিএসটির নতুন হার কার্যকর করা যাচ্ছে না বলে জানিয়েছেন খুচরো বিক্রেতারা। শিয়ালদহের এক বিক্রেতা বলেন, “পুরনো স্টক আগের দামেই বিক্রি হচ্ছে। দশ বা বিশ টাকার পণ্যে কেউ