পৃথিবীর একমাত্র ব্যক্তি যার সম্পদ সকল রেকর্ড ভেঙে দিয়েছে! ৬০,০০০ চাকর, ১০০টি সোনার উট, আর সেই যাত্রা যা ইতিহাস বদলে দিয়েছে! – এবেলা
এবেলা ডেস্কঃ আমাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস বা টেসলার প্রধান ইলন মাস্কের মতো ধনকুবেরদের কথা আমরা সবাই জানি। কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন, যাঁর সম্পদ আজকের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। এই মানুষটির নাম মনসা মুসা।কে এই মনসা মুসা?মনসা মুসা ছিলেন ১৪শ শতাব্দীর পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট। ১২৮০ সালে জন্ম নেওয়া মুসা ১৩১২ সালে সিংহাসনে বসেন। তাঁর সাম্রাজ্য জুড়ে ছিল বর্তমান সময়ের আইভরি কোস্ট, সেনেগাল, মালি, এবং বুর্কিনা ফাসো-এর মতো একাধিক দেশ। বলা হয়, ইতিহাসের পাতায় তিনিই এই পৃথিবীর সবচেয়ে ধনী