রুদ্ধশ্বাস ম্যাচে সিটিকে রুখে দিয়ে কী করে ইতিহাস গড়ল আর্সেনাল? – এবেলা
এবেলা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী দুই দলের হাই-ভোল্টেজ লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্সেনালের তারকা ফুটবলার মার্তিনেল্লি, যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিটির হয়ে সমতা ফেরান গোলমেশিন আর্লিং হালান্ড। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। শিরোপার দৌড়ে এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ।অন্যদিকে, টানা দুই ড্রয়ের কারণে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে। পাঁচ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে তারা এখন ৯ নম্বরে।