শীতের আগেই ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক, সুপার কাপে কবে নামছে মোহনবাগান – এবেলা
এবেলা ডেস্কঃ চলতি বছরের ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপের উন্মাদনা। এবার গোয়ায় বসবে এই টুর্নামেন্টের আসর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ধাপে ধাপে হবে এই টুর্নামেন্ট। গতবারের আইএসএল শিল্ডজয়ী দল মোহনবাগান এবং সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া এই দুই দলই টপ সিডেড হিসেবে বিবেচিত হয়েছে। মোহনবাগান গ্রুপ এ-র শীর্ষ দল এবং এফসি গোয়া গ্রুপ বি-র শীর্ষ দল হিসেবে থাকবে। এছাড়াও আইএসএলের বাকি ১০টি দল এবং আই লিগের ৪টি দলকে নিয়ে গঠিত হবে ১৬টি দল, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।২৫ অক্টোবর