ইন্ডিগো বিমানে এ কী কাণ্ড! ইঁদুরের তাণ্ডবে আটকে পড়লেন ১৪০ যাত্রী, তারপর… – এবেলা
এবেলা ডেস্কঃ উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগো ৬ই ৫১০৩ ফ্লাইটের। কিন্তু নির্ধারিত সময়ে বোর্ডিংয়ের পর যাত্রীরা বিমানে উঠতেই ঘটে এক অবাক করা ঘটনা। হঠাৎই একজন যাত্রী কেবিনের মধ্যে একটি ইঁদুর দেখতে পান। সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের বিষয়টি জানান তিনি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ইঁদুরটিকে ধরার জন্য প্রায় দেড় ঘণ্টা ধরে চলে কর্মতৎপরতা।অবশেষে বিমানকর্মীদের চেষ্টায় ইঁদুরটি ধরা পড়লে স্বস্তি ফেরে। এই ঘটনার জেরে কানপুর থেকে বিমানটি ছাড়তে প্রায় তিন ঘণ্টা দেরি হয়।