দশ টাকার বিস্কুট দিয়ে জীবন বদলে গেল এই যুবকের, কে এই সাদাব জাকতি – এবেলা
এবেলা ডেস্কঃ ‘দশ রুপেয়া ওয়ালা বিস্কুট কিতনে কা দিয়া জি?’ – এই একটি সংলাপেই রাতারাতি তারকা বনে গেছেন উত্তর প্রদেশের মীরাটের বাসিন্দা সাদাব জাকতি। সোশ্যাল মিডিয়ার এই নতুন সেনসেশনকে নিয়ে এখন মেতেছে গোটা দেশ। শুধু সাধারণ মানুষই নন, তার এই বিশেষ স্টাইলে ভিডিও বানাচ্ছেন বিখ্যাত গায়ক বাদশা, ক্রিকেটার রিঙ্কু সিংসহ আরও অনেক সেলিব্রিটি। কে এই সাদাব, যার একটি মাত্র সংলাপ বদলে দিয়েছে তার জীবন?ভাইরাল ভিডিওর নেপথ্যের কাহিনিযে ভিডিওটি সাদাবকে বিখ্যাত করেছে, তাতে দেখা যায় তিনি একটি মুদির দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করছেন, ‘দশ রুপেয়া