এবার থেকে UPI-তে লেনদেন হবে আরও বেশি! কোন কোন খাতে বাড়ল সীমা, জেনে নিন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ UPI ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কিছু নির্দিষ্ট ক্ষেত্রে UPI লেনদেনের সীমা বাড়িয়েছে। এই নতুন নিয়ম ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে এই সুবিধা সবার জন্য নয়, কিছু নির্দিষ্ট ক্যাটাগরির জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।ঠিক কী পরিবর্তন এসেছে?এখন থেকে ক্যাপিটাল মার্কেট (বিনিয়োগ), বীমা, ভ্রমণ এবং সরকারি ই-মার্কেটপ্লেস (GeM)-এর মতো কিছু বিশেষ খাতে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ₹৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। আগে এই সীমা ছিল কম।শুধু প্রতি লেনদেনের সীমা নয়, দৈনিক লেনদেনের সীমাও বৃদ্ধি