জলমগ্ন কলকাতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি দিলেন মেট্রো-সিইএসসি-কে – এবেলা
এবেলা ডেস্কঃ টানা বর্ষায় জল থইথই কলকাতা। জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। নাম না করে তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন, তাঁদের আমি ধিক্কার জানাই।” মুখ্যমন্ত্রীর মতে, মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে।প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই, এই কথা স্পষ্ট করে তিনি বলেন, “এমন ভাব করা হচ্ছে যেন প্রকৃতিও আমাদের হাতে। ভদ্রতার একটা সীমা আছে।” এ প্রসঙ্গে তিনি উত্তরাখণ্ড বা দিল্লির উদাহরণ টেনে বলেন, সেখানকার জলমগ্ন পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি