বিস্ময়কর! শুধু এক রাতের ডিনারে উধাও ১.৮ লাখ টাকা, কী আছে এই রেস্তোরাঁর মেনুতে? – এবেলা
এবেলা ডেস্কঃ বড় রেস্তোরাঁ মানেই বড় বিল, এটা সবারই জানা। কিন্তু রাতের খাবার খেয়েই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে, এমনটা শুনেছেন কি? লন্ডন থেকে এমন ঘটনাই সামনে এসেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ঘটনাটি যুক্তরাজ্যের লন্ডন শহরের। একজন যুবক তার চার বন্ধুকে নিয়ে নৈশভোজ করতে গিয়েছিলেন লন্ডন শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁগুলোর একটিতে। খাওয়া শেষে যখন বিল এল, তখন তার চোখ কপালে। বিলের অঙ্ক এতটাই বিশাল ছিল যে, তা দেখে যুবক রীতিমতো চিন্তায় পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি পোস্ট করে তিনি লেখেন, “এক রাতের