জিএসটি ২.০: হোটেল থেকে ফ্লাইট-ট্রেন, কোন পরিষেবা সস্তা হলো আর কোনটিতে দাম বাড়লো? – এবেলা
এবেলা ডেস্কঃ উৎসবের মরসুমে বেড়ানোর পরিকল্পনা করছেন? তাহলে অবশ্যই জেনে নিন জিএসটি ২.০ লাগু হওয়ার পর আপনার ভ্রমণের খরচ বাড়ল নাকি কমলো। সম্প্রতি জিএসটি কাউন্সিলের নতুন নিয়মানুসারে, কিছু পরিষেবাতে জিএসটি হার পরিবর্তন করা হয়েছে। এর ফলে সরাসরি প্রভাব পড়েছে বিমান, ট্রেন এবং বিলাসবহুল ভ্রমণের উপর।জিএসটি-র পুরনো ৪টি স্ল্যাব (৫%, ১২%, ১৮% এবং ২৮%) বদলে এখন দুটি স্ল্যাব করা হয়েছে—৫% এবং ১৮%। কিন্তু এতে ঠিক কী পরিবর্তন হলো? সাধারণ মানুষের যাতায়াতের উপর এর কী প্রভাব পড়বে?স্বস্তিতে সাধারণ মানুষ:ইকোনমি ক্লাস বিমানের টিকিট এবং এসি ও প্রিমিয়াম