বিনা সাক্ষাতেই অন্তঃসত্ত্বা! আলাদা জেলে থেকেও যেভাবে সন্তানের জন্ম দিলেন দুই বন্দী, জানলে চমকে যাবেন – এবেলা
এবেলা ডেস্কঃ ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: কারাগারের কঠোর নিরাপত্তা এবং পৃথক কোঠুরির বেড়াজালের মধ্যেও এক অত্যন্ত অদ্ভুত ঘটনা সামনে এসেছে। ফ্লোরিডার দুই বন্দী, যারা কখনও একে অপরের মুখোমুখি হননি, তারা জন্ম দিয়েছেন এক সন্তানের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মিয়ামি-ডেড সংশোধন ও পুনর্বাসন বিভাগ (Miami-Dade Corrections and Rehabilitation Department) ফ্লোরিডার টার্নার গিলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কী করে ঘটলো এমন অবিশ্বাস্য ঘটনা?জানা গেছে, ২৯ বছর বয়সী ডেইজি লিংক অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। গত বছর ১৯ জুন লিঙ্ক জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে