আগ্নেয়গিরির মতো SUV: আগ্রায় ৫ পথচারীর মৃত্যু, চালক আটক, তদন্ত শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ উত্তরপ্রদেশের আগ্রায় বেপরোয়া গতির এক স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি-এর ধাক্কায় পাঁচ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ নাগলা বুধি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ গতিতে থাকা এসইউভিটি প্রথমে ৭ জন পথচারীকে ধাক্কা মারে এবং পরে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন।আংশু গুপ্তা নামের শহরের দয়ালবাগ এলাকার এক বাসিন্দা গাড়িটি