শনি মার্গী নভেম্বর থেকে ২০২৬ সাল পর্যন্ত: ৩ রাশির ভাগ্যে বিপুল ধনলাভ, খুলবে সুদিনের দরজা – এবেলা
এবেলা ডেস্কঃ ন্যায় ও কর্মফলের দাতা গ্রহ শনি প্রতি বছর রাশি পরিবর্তন না করলেও নিজের গতিপথ বদল করে। এই বছর নভেম্বর মাসের শেষ দিক থেকে শনি গ্রহ মার্গী অর্থাৎ সোজা পথে হাঁটা শুরু করবে এবং ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত এই গতিতে থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই প্রত্যক্ষ গতি কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে এবং তাদের জীবনে সুবর্ণ যুগের সূচনা করতে পারে।মেষ রাশিশনির মার্গী গতি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং প্রতিটি