সুপার ফোরে ভারতের কাছে হারলেও এবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান, টুর্নামেন্ট থেকে বিদায় নিল শ্রীলঙ্কা
আবু ধাবি: এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ফাইনালের আশা জিইয়ে রাখল পাকিস্তান। টুর্নামেন্টের ডু অর ডাই ম্যাচে ৫ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে পিছিয়ে পড়েছিল পাকিস্তান, কিন্তু এই জয়ের ফলে তাদের ফাইনালের পথে ফেরা আরও সহজ হলো। অন্যদিকে, পরপর দু’টি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৩ রান তোলে। পাকিস্তানি বোলারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ বিশেষ সুবিধা করতে পারেনি। শাহিন শাহ আফ্রিদি একাই ২৮ রানে ৩ উইকেট তুলে নেন, যার ফলে শ্রীলঙ্কার টপ অর্ডার ভেঙে যায়। এছাড়া, হুসেন তালাত ও হ্যারিস রউফ প্রত্যেকে ২টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে একমাত্র কামিন্দু মেন্ডিস ৫০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতেই চাপে পড়ে গিয়েছিল। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে তারা যখন কঠিন অবস্থায়, ঠিক তখনই হুসেন তালাত (অপরাজিত ৩২) ও মহম্মদ নওয়াজ (অপরাজিত ৩৮) মিলে দলের হাল ধরেন। এই দুই ব্যাটারের অপরাজিত জুটিতে পাকিস্তান শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।