সূর্যকুমার যাদব: সূর্যকুমার যাদব কি ইচ্ছাকৃতভাবে অভিষেক শর্মাকে রান আউট করেছিলেন? এখানেই আসল কথা

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বাংলাদেশের বিরুদ্ধে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। কিন্তু তাঁর রান আউট হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র শোরগোল। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন, ইচ্ছাকৃতভাবে অভিষেককে রান আউট করিয়েছেন অধিনায়ক সূর্যকুমার।
আসলে কী ঘটেছিল?
ঘটনাটি ঘটে ম্যাচের ১২তম ওভারে। মুস্তাফিজুর রহমানের প্রথম বলে কাট শট খেলেন সূর্যকুমার। পয়েন্টে থাকা রিশাদ হোসেন বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরেন। এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অভিষেক শর্মা প্রায় অর্ধেক ক্রিজ পার হয়ে যান, কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি যে বল ফিল্ডারের হাতে। ক্ষিপ্রতার সঙ্গে রিশাদ বল ছুঁড়ে দেন মুস্তাফিজুরের কাছে এবং তিনি উইকেট ভেঙে দেন।
এই রান আউটের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের একাংশ সূর্যকুমারকে দায়ী করে ট্রোল করতে শুরু করেছেন। তবে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, সূর্যের কোনো ভুল ছিল না। রিশাদের অসাধারণ ফিল্ডিংয়ের কারণেই অভিষেককে ফিরতে হয়। এমনকী, সূর্যকুমার নিজের ক্রিজ থেকে এক পা-ও নড়েননি। তবে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সূর্যকুমার নিজেও ঐ ওভারেই আউট হয়ে যান, মাত্র ৫ রান করে জাকির আলীর হাতে ক্যাচ দিয়ে বসেন। এই ওভারে ভারতের দুটি উইকেট পড়ায় বড় স্কোরের আশা ধাক্কা খায়। অভিষেক যখন খেলছিলেন, ভারত তখন ২০০ রানের দিকে এগোচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত দল ১৬৮ রানেই গুটিয়ে যায়।
দুর্বল ফর্মে সূর্যকুমার
এশিয়া কাপে সূর্যকুমারের ফর্ম একেবারেই ভালো নয়। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও তিনি মাত্র ৫ রান করেন। চলতি বছর ৯ ইনিংসে তাঁর গড় মাত্র ১২.৪২, আর স্ট্রাইক রেট ১১২.৯৮। তাঁর এমন পারফরম্যান্স চলতে থাকলে শুধু তাঁর অধিনায়কত্বই নয়, দলে তাঁর জায়গাও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।