হ্যাটট্রিক তরুণ ফেরমিনের, গোলে ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সা-পিএসজি-আর্সেনালের

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ইউরোপের হেভিওয়েট ক্লাবগুলি। ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে নজর কেড়েছেন ২২ বছর বয়সী তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ফেরমিন লোপেজ, যিনি হ্যাটট্রিক করে নতুন নজির গড়েছেন—বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এটিই প্রথম কোনও স্প্যানিশ ফুটবলারের হ্যাটট্রিক। এছাড়া আর্লিং হালান্ডের গোলে ম্যাঞ্চেস্টার সিটি ২-০ ব্যবধানে ভিলারিয়ালকে পরাজিত করে। টানা ১১টি ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড।

অন্যান্য ম্যাচে গোলের বন্যা বইয়েছে। পিএসজি গতবারের চ্যাম্পিয়ন দল লেভারকুসেনের বিরুদ্ধে ৭-২ গোলে এবং আর্সেনাল ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। দুটি গোল করে আর্সেনালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিক্টর গিয়োকেরেস। এছাড়াও ইন্টার মিলান ইউনিয়ন সেন্ট গিলোইসের বিরুদ্ধে ৪-০ গোলে জেতে। সবমিলিয়ে টুর্নামেন্টে নিজেদের দাপট বজায় রেখে বড় ক্লাবগুলি নকআউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *